আবেগের শহর কলকাতা। উদযাপনের ছুতো খোঁজে শুধু হন্যে হয়ে। শীত পড়ল কী পড়ল না, আলমারির তাক থেকে হাফ সোয়েটার বের না হতেই শুরু বড়দিনের প্রস্তুতি। এবারও অন্যথা হল না তার।
যীশু খ্রিষ্টের জন্মদিনের জন্য ঘটা করে আয়োজন শুরু। অনেকেই বলেন, ২৫ ডিসেম্বরের রাতে বেথলেহেমের চেয়েও বেশি আয়োজন নাকি এই কলকাতায় হয়।
রাস্তার দুপাশে ফুটপাথজুড়ে বসে গেছে, খেলনা সান্টা, স্নো ম্যান আর ক্রিস্টমাস ট্রি-এর দোকান, রঙিন সান্টা টুপি, চোখে চশমা, গায়ে লাল জ্যাকেট চাপালেই যে কেউ সান্টাক্লজ।
কচিকাচাদের বাড়িতে চলছে মোজা টাঙ্গানোর হিড়িক। আর কেকের দোকান, সে আর বলতে হয়? নিউ মার্কেটের নাহুমস এর পাশ দিয়ে গেলে গোটা ডিসেম্বরজুড়েই কেক কিনতে ইয়া লম্বা লাইন। এ ছাড়া ধর্মতলা, বো ব্যারাক, পার্কস্ট্রিট, তারাতলার ছোট-বড় বেকারিতেও বেকিং-এর গন্ধ। আসলে কেক নয়, ওটা শীতের কলকাতা আর উদযাপনের গন্ধ।