কলকাতার বাতাসে মিশেছে 'বিষ'। যত দিন যাচ্ছে ক্রমেই দূষিত হচ্ছে তিলোত্তমার বাতাস । শুক্রবারের পরিসংখ্যান থেকে সেরকমই ইঙ্গিত পাওয়া গেল । জানা গিয়েছে, বায়ু দূষণের নিরিখে বিশ্বের সবথেকে দূষিত শহর কলকাতা (Kolkata)।
প্রথম কলকাতা ছাড়াও এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্রতিবেশী বাংলাদেশের রাজধানী ঢাকা (Dhaka)। তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের করাচি। এই তিন বড় শহরের মাত্রাতিরিক্ত দূষণ স্বাভাবিক ভাবেই ভাঁজ ফেলছে বিশেষজ্ঞদের কপালে।
আরও পড়ুন - কালীপুজোর প্রস্তুতি, কেমন থাকবে আগামী দু'দিনের আবহাওয়া ?
শুক্রবার সকালে 'এয়ার ইনডেক্স কোয়ালিটি' বা ওএকিউআই -এর পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে । যেখানে দেখা গিয়েছে, কলকাতার 'এয়ার ইনডেক্স কোয়ালিটি' রয়েছে ২৭৪ । যা গোটা বিশ্বের মধ্যে সথেকে দূষিত । দ্বিতীয় স্থানে থাকা ঢাকার 'এয়ার ইনডেক্স কোয়ালিটি' রয়েছে ২২৭ আর তৃতীয় স্থানে থাকা করাচিতে বায়ু দূষণের পরিমাণ ১৭৭ ।
দিন কয়েক ধরেই দিল্লির বাতাস মাত্রাতিরিক্ত দূষিত হওয়ার কারণে ক্রমেই বাড়ছিল উদ্বেগ। কিন্তু শুক্রবার সকালে বৃষ্টি হওয়ার কারণে আপাতত স্বস্তিতে রয়েছে রাজধানীবাসী।