দক্ষিণ কলকাতার বড় পুজোগুলির মধ্যে অন্যতম মুদিয়ালি ক্লাবের পুজো। আরজি কর আবহে চলতি বছর কলকাতার পুজোয় তেমন জাঁকজমক নেই বেশিরভাগ পুজো কমিটিই এবার উৎসবের বদলে শুধুমাত্র দেবী আরাধনায় ব্রতী হয়েছে। মুদিয়ালি ক্লাবের তরফেও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চলতি বছর ৯০ বছরে পা দিয়েছে দক্ষিণ কলকাতার এই পুজো। তবে, আগে থেকে সব কিছু নির্ধারিত থাকলেও আরজি কর কাণ্ডের জেরে এবার আচার মেনে সাদামাটা ভাবেই পুজো হচ্ছে এই ক্লাবে। থিম রাখা হয়েছে ত্রি-মাত্রিক। হিন্দু ধর্মের তিন দেবতা ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বরকে নিয়েই গোটা পুজোর ভাবনা।
শুক্রবার মুদিয়ালি ক্লাবের পুজোর উদ্বোধন করেছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। ডাক টিকিটও প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। প্রতিবছরের মতোই সাবেকি রূপেই পুজো করা হবে প্রতিমাকে। প্রায় ছয় মাস ধরে ৭০ জন শিল্পী মিলে এই মণ্ডপ তৈরি করেছেন। প্রতিমা নিয়ে আসা হয়েছে চন্দননগর থেকে।