খাস কলকাতায় পাঁচ মহিলাকে রাস্তায় ফেলে বাঁশ, লাঠি এমনকি ফ্যানের ব্লেড দিয়ে মারধর করার অভিযোগ উঠল কয়েকজন দুষ্কৃতির বিরুদ্ধে। রাস্তায় সাহায্য চাওয়া হলেও কেউ সাহায্য করেনি বলেও অভিযোগ উঠেছে। শেষ পর্যন্ত ১০০ নম্বর ডায়াল করে পুলিশে খবর দেওয়া হয়।
ফোন করার প্রায় ৩০ মিনিট পর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘটনাটি ঘটেছে উল্টোডাঙা (Ultadanga) উড়ালপুলের কাছে একটি গলির ভিতর বস্তি এলাকায়। ইতিমধ্যেই বিধাননগর ওই পাঁচ মহিলা মারধর, শ্লীলতাহানি সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
জানা গিয়েছে, 'আরবানা রিজেন্সি'র বাসিন্দা ওই পাঁচ মহিলা এক রেস্তোরাঁয় নৈশভোজ করতে যান। ওই রেস্তোরাঁয় কোনও শৌচালয় না থাকায় খাবার অর্ডার দিয়ে শৌচালয় খুঁজতে পাশের বস্তির কাছে যান। অভিযোগকারী জানিয়েছেন, এক মহিলা তাঁদের ওখান থেকে চলে যেতে বলেন।
আরও পড়ুন - জয়নগর রেশের মধ্যেই শওকতকে খুনের হুমকি, পুলিশে নালিশ বিধায়কের
ওই মহিলাকে শৌচালয়ের ব্যবস্থা করে দিতে বললে তাঁর স্বামী এসে অভিযোগকারী ওই মহিলাকে ঘুসি মারেন বলে অভিযোগ। মহিলা ছিটকে রাস্তায় পড়ে গেলে বস্তি থেকে বাঁশ, লাঠি, রড, ফ্যানের ব্লেড নিয়ে ছুটে আসেন আরও লোকজন। এরপর তাঁদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।