স্ত্রীকে খুন করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা। কিন্তু শেষ রক্ষা হল না। ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসতেই সামনে এল আসল সত্য। রিপোর্টের ভিত্তিতে মধ্য কলকাতার (Kolkata) বউবাজার (Bowbazar) থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। মৃত ওই মহিলার নাম দীপ্তি শুক্লা। অভিযুক্ত ব্যক্তির নাম সূর্যকান্ত দে।
অভিযোগ, অভিযুক্ত ওই ব্যক্তি স্ত্রীয়ের মাথায় আধাত করে খুন করেছিলেন। এরপর বাড়িতে আগুন লাগিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেন। গত ১৭ অক্টোবর নিজের বাড়ি থেকে উদ্ধার হয় অভিযুক্তের স্ত্রীর মৃতদেহ।
আরও পড়ুন - পঞ্চমীর ভিড়ে থমকে যেতে পারে রাজপথ, যানজট মোকাবিলায় প্রস্তুত পুলিশ
অভিযুক্ত পুলিশকে জানান, তাঁর স্ত্রী আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। পুলিশের সন্দেহ হয়। উদ্ধার হওয়া ওই দেহটি ময়নাতদন্ত করা হয়। রিপোর্টের ভিত্তিতেই ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।