আর্থিক লেনদেনের জেরেই খুন হয়েছেন ভবানীপুরের শাহ দম্পতি (Bhawanuipur Murder Update)। সাংবাদিক বৈঠক করে জানালেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল।
এদিন পুলিশ কমিশনার বিনীত গোয়েল (Kolkata CP Veenit Goyel) জানান, "আমাদের তদন্তে নেমে মনে হয়েছে, দীর্ঘদিন ধরেই খুনের পরিকল্পনা করছিল। এই খুন পূর্ব পরিকল্পিত। যারা যারা এর সঙ্গে যুক্ত, তাদের সঙ্গে ওই বাড়ি নিয়ে আর্থিক লেনদেন সংক্রান্ত ঝামেলা হয়েছিল। যারা খুন করেছে, তারা তীব্র ঘৃণা করত ওই দম্পতিকে। কিছু আর্থিক লেনদেন সংক্রান্ত সমস্যাও ছিল। সঠিক কারণ এখনও জানা যায়নি।"
আরও পড়ুন: তিন দিনে ভবানীপুরে দম্পতির খুনের কিনারা, গ্রেফতার দুই, অধরা মাস্টার মাইন্ড
বুধবারই ভবানীপুরে খুন হওয়া দম্পতির বাড়ি গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ৯৯ শতাংশ তদন্ত শেষ। পুলিস কমিশনারও সেখানে জানান ঘটনায় পরিচিত লোকের হাত থাকার সম্ভাবনা রয়েছে। শাহ দম্পতির বাড়িতে গিয়ে মমতা প্রতিশ্রুতি দেন, ভবানীপুরকে অশান্ত হতে দেবেন না।