টি টোয়েন্টি ফরম্যাট, আইপিএল এসে ক্রিকেটের চরিত্র অনেকটা বদলে দিয়েছে ঠিকই, তবু ওয়ান ডে বিশ্বকাপের চার্ম ফিকে হয়নি, আরও একবার প্রমাণ করল এই বাংলা। সেমিফাইনালে কিউই বধের পর ফাইনালে জায়গা করে নিল টিম ইন্ডিয়া। প্রত্যাশিত ছিলই, তবু সেমিফাইনালে জয়ের পর বাঁধভাঙা উচ্ছ্বাস পাড়ায় পাড়ায়। বুধবার রাতে বাজি ফাটিয়ে উদযাপন করল গোটা কলকাতাই।
Mohammad Shami: একার হাতে নিউজিল্যান্ডকে ভাঙলেন শামি, টিভিতে কি চোখ ছিল 'বিচ্ছিন্না' স্ত্রী হাসিনের?
একে কালী পুজোর মরশুম, রাস্তায় আলোর রোশনাই, আতস বাজি রয়েইছে। কালী পুজোর মণ্ডপেই বসল জায়েন্ট স্ক্রিন। ত্রিপলের তলায় চেয়ার পেতে খেলা দেখার ব্যবস্থা পাড়ায় পাড়ায়। টিম ইন্ডিয়ার জয় সুনিশ্চিত হতেই আনন্দ আর ধরে না। ওয়াংখেড়েতে ম্যাচ জিতল রোহিত ব্রিগেড। একের পর এক বাজি ফাটিয়ে উদযাপন চলল কলকাতায়।