বাড়ির ছাদে জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার ব্যবসায়ীর দেহ। মৃত ব্যক্তির নাম ভব্য লখানি। তাঁর বাড়ি ভবানীপুরে। পরিবারের অভিযোগ, অপহরণ করে খুন করা হয়েছে তাঁকে। তল্লাশি চালিয়ে নিমতা থেকে অভিযুক্ত অনির্বান গুপ্ত ও সুমন দাসকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, ব্যবসায়িক শত্রুতার জেরেই এই খুন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর ৩টে নাগাদ শেষবার ব্যবসায়ীর সঙ্গে কথা হয় তাঁর পরিবারের। এরপর থেকেই কোনও খোঁজ পাওয়া যায়নি। পরিবারের তরফে অপহরণের অভিযোগ করা হয়। বালিগঞ্জ থানা, লালবাজার যৌথভাবে তদন্ত শুরু করে। সঙ্গে নিমতা থানার পুলিশও ছিল।
আরও পড়ুন: দেশজুড়ে CAA কার্যকর, মুসলিমদের ভবিষ্যৎ কী, জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক
মঙ্গলবার গভীর রাতে নিমতায় ব্যবসার অংশীদারের বাড়িতে তল্লাশি করতে যায় পুলিশ। বাড়ি থেকে বেশ কিছু উইকেট উদ্ধার হয়। পুলিশের অনুমান ওই উইকেট দিয়েই খুন করা হয় ব্যবসায়ীকে। জলের ট্যাঙ্কের নিচে মৃতদেহ পাওয়া যায়। বস্তাবন্দি দেহ লুকোনোর জন্য রাতারাতি সিমেন্ট ও বালি দিয়ে গাঁথনি করে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।