আগামী ১৮ই জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৭ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা (Kolkata Book Fair)। মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সল্টলেক সেন্ট্রাল পার্কে ১৪ দিন ধরে চলবে বইমেলা। চলতি বছর বইমেলা শেষ হবে ৩০ জানুয়ারি। বই মেলার চলতি বছরের থিম কান্ট্রি ব্রিটেন।
ফেব্রুয়ারিতে রাজ্যের স্কুলগুলিতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। সেই কারণেই বইমেলা এগিয়ে এনে জানুয়ারিতে করার চিন্তাভাবনা করছিল গিল্ড। অবশেষে মঙ্গলবার জানানো হল, বইমেলায় এগিয়ে এসেছে। ১৪ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে বইমেলা।
আরও পড়ুন - স্পিকারকে অসম্মানের অভিযোগ, শীত অধিবেশন থেকে সাসপেন্ড শুভেন্দু অধিকারী
কলকাতা বইমেলায় এর আগেও দু'বার থিম কান্ট্রি হয়েছে ব্রিটেন। এবার তৃতীয় বারের জন্য ফের ব্রিটেনকে বেছে নেওয়া হয়েছে। সব দেশের পাশাপাশি প্রায় ১২ বছর পর চলতি বছর বইমেলায় অংশ নেবে জার্মানি।