ট্রাভেল করার সময় সঙ্গে অ্যালকোহল রাখতে চান অনেকেই। কিন্তু বিমানবন্দরে এক শহর থেকে অন্য শহরে যেতে গেলে, অনেক নিয়ম থাকে। দেশের ক্ষেত্রে সেই নিয়ম অনেকটাই বাড়ে। দেশের নিজস্ব নিয়মকানুন জানা থাকলে, কিন্তু বিপদে পড়তে হয় না।
সাধারণত প্রত্যেক যাত্রীকে ১০০ মিলি মাপের পাত্রে তরল জেল ও অ্যারোসল বহন করার অনুমতি দেওয়া থাকে। এর থেকে বেশি হলে তা ক্যারি অন ব্যাগেও রাখতে পারবেন না। গোয়াতে গেলে অনেকেই মদ নিয়ে ফেরেন। আপনি যত খুশি কিনতেই পারেন। কিন্তু অতিরিক্ত বহনের যা কর হবে, তা দিতে হবে। অ্যালকোহল, বেভারেজ, সব কিছুর ওজনেই এই কর থাকে। একবার ব্যবহার করে ফেললে তা নেওয়া যাবে না। সিল করা নতুন বোতলই নিতে হবে।
কলকাতা বিমানবন্দরের ক্ষেত্রে অন্য নিয়ম আছে। প্রত্যেক যাত্রীকে ২ লিটার মদ নিয়ে যাওয়া বা আসার অনুমতি দেওয়া হয়েছে। কর ছাড়া এর থেকে বেশি আনার চেষ্টা করলে পাকড়াও করতে পারে আবগারি দফতরের কর্তারা।