দোলের দিন কখন থেকে মেট্রো ? শুক্রবার তা আগাম জানিয়ে দিল কলকাতা মেট্রো রেল। সাত তারিখ দোলের দিন মেট্রো চলবে বেলা আড়াইটে থেকে। ওই একইসময়ে মেট্রো ছাড়বে দক্ষিণেশ্বর ও কবি সুভাষ স্টেশন থেকে। এই শাখায় রোজ মেট্রো চলে ২৮৮টি। ওই দিন চলবে ৬০টি ট্রেন। তবে রাতে দু দিক থেকে শেষ ট্রেনের সময়ে কোনও বদল হচ্ছে না। দোলের দিন সেক্টর ফাইভ থেকে শিয়ালদহের প্রথম ইস্ট-ওয়েস্ট মেট্রো দুপুর তিনটের সময়। আর ওইদিন জোকা-তারাতলা রুটে ট্রেন বন্ধ থাকবে।
তিনটি লাইনে ভাগ করে এখন কলকাতা মেট্রো পরিষেবা চলে। মূল শাখা হল দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ। হোলির দিনেও এই শাখায় ট্রেন কম চলবে বলেও জানিয়েছে মেট্রো রেল। তবে সকালের প্রথম ট্রেন ও রাতের শেষ ট্রেনের কোনও সময় পরিবর্তন হচ্ছে না। হোলির দিন দক্ষিণেশ্বর থেক কবি সুভাষ পর্যন্ত ট্রেন চলবে ১৮৮টি।
হোলির দিন সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবায় প্রথম ও শেষ ট্রেনের কোনও সময় বদল হচ্ছে না। তবে হোলির দিন এই শাখায় মেট্রো চলবে ৯০টি। হোলির দিন নিজের নিয়মেই চলবে জোকা থেকে তারাতলা রুটের মেট্রো।