ছটপুজো উপলক্ষ্যে কড়া নিরাপত্তা রবীন্দ্র ও সুভাষ সরোবরে। রবিবার ও সোমবার এই দুই সরোবরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি কেএমডিএর। সোমবার বিকেল ৪টে পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে বলেই খবর।
আগেই গ্রীন ট্রাইব্যুনাল জানায়, গত বছরের মতো এবারও ছটপুজোয় সুভাষ ও রবীন্দ্র সরোবরে প্রবেশ করা যাবে না। শুরু হয় সরোবরের বিভিন্ন গেট ঘেরার কাজ। ইতিমধ্যেই রবীন্দ্র সরোবরের ১৬টি গেট বাঁশ-টিনের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে। বিভিন্ন গেটে টাঙানো হয়েছে বিকল্প জলাশয়ের তালিকা।
আরও পড়ুন- Nadia News:ভাইয়ের সঙ্গে স্ত্রীর সম্পর্ক, ২৪ বছরের দাম্পত্যে ইতি টেনে দু'জনের বিয়ে দিলেন স্বামী
বৃহস্পতিবারই যেকোনও পুজো বা অনুষ্ঠানে সরোবর ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করে গ্রিন ট্রাইব্যুনাল। এবার কেএমডিএর উদ্যোগে শুরু হল সরোবর ঘেরার কাজ। এই সিদ্ধান্তে খুশি পরিবেশকর্মীরা।