পরিবেশের জন্য মারাত্মক হুমকি হল প্লাস্টিক৷ বিশেষ করে সিঙ্গল ইউজ প্লাস্টিক, যা মাটিতে মেশে না। গোটা পৃথিবীই তাই হাঁটছে প্লাস্টিক মুক্তির পথে। ব্যতিক্রম নয় কলকাতাও৷ পুরসভার উদ্যোগে আগামী জুন মাসের মধ্যে বেশ কিছু ভেন্ডিং মেশিন বসানো হবে। যে মেশিনগুলিতে সিঙ্গল ইউজ প্লাস্টিক ক্যারি ব্যাগ জমা দিলে বিনিময়ে রিসাইকেল ক্যারি ব্যাগ পাওয়া যাবে।
বিশ্বে প্রতি বছর যে ৪০০ মিলিয়ন প্লাস্টিক উৎপন্ন হয় তার মধ্যে ২৫০ মিলিয়নই সিঙ্গল ইউজ প্লাস্টিক। এর মধ্যে আছে মাইক্রো প্লাস্টিক, যাকে চোখে দেখা যায় না। মাইক্রো প্লাস্টিক বাতাসে ভাসমান ধূলিকণার মতো ভেসে বেড়ায় এবং নিঃশ্বাস নেওয়ার সময় মানুষের শরীরে প্রবেশ করে বছরের পর বছর থেকে যায়, বহু প্রাণঘাতী রোগের সৃষ্টি করে।
ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট রিসার্চ বলছে, ২০৫০ সালের মধ্যে বিশ্বে মোট উৎপাদিত সিঙ্গল ইউজ প্লাস্টিকের পরিমাণ দাঁড়াবে ১১০০ মিলিয়ন মেট্রিক টন। ভারতে এখন দৈনিক মোট ২৬ হাজার মেট্রিক টন সিঙ্গল ইউজ প্লাস্টিক বর্জ্য উৎপন্ন হয়, যার মাত্র ২৬ শতাংশ রিসাইকল যোগ্য। ২০৩৫ সালের মধ্যে দেশে সিঙ্গল ইউজ প্লাস্টিক উৎপাদন সম্পূর্ন বন্ধ করতে চায় সরকার। সেই কাজে শরিক কলকাতাও।