ডিজিটাল অপারেশনে নয়া নজির কলকাতা পুরসভার। গাড়ির পার্কিং নিয়ে আর অতিরিক্ত টাকা পয়সা দিতে হবে না। নিশ্চিন্তে যে কোনও জায়গায় গাড়ির পার্কিং করা যাবে। আর অ্যাপের মাধ্যমেই পার্কিং কোথায় করা যাবে, দেখতে পাবেন গাড়ির চালকরা।
বুধবার আনুষ্ঠানিকভাবে কেএমসি পার্কিং অ্যাপের (KMC Parking App) উদ্বোধন হয়। উদ্বোধনে ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: কসবায় পানশালার গায়িকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ভিনরাজ্যের যুবক
শহরজুড়ে বেআইনি পার্কিং, অতিরিক্ত ফি আদালেয়র মতো একাধিক অভিযোগ আসছিল। তা নিয়েই এবার বড় উদ্যোগ পুরসভার। পার্কিং সমস্যার সমাধানে এবার ডিজিটাল পদ্ধতির সাহায্য নিল কলকাতা পুরসভা।