নবান্নের ধাঁচে এবার আধুনিক ও ডিজিটাল কন্ট্রোল রুম (Digital Control Room)। এই কন্ট্রোল রুম চালু করল কলকাতা পুরসভা (KMC)। শহরের ৯০টি জায়গায় সরাসরি সিসি ক্যামেরা থাকবে। এই কন্ট্রোল রুম থেকে দেখা যাবে গতিবিধি।
জানা গিয়েছে পুরসভার এই কন্ট্রোল রুমে কর্মীদের পাশাপাশি থাকবেন ৩০ জন সিভিক ভলান্টিয়ারও। কন্ট্রোল রুম চালানোর জন্য তাঁদের বিশেষ প্রশিক্ষণও দেওয়া হয়েছে। বিপর্যয় মোকাবিলা দফতর থেকেও এই কন্ট্রোল রুমে থাকবেন ৬ জন প্রশিক্ষিত কর্মী।
আরও পড়ুন: চুরির থেকে ফেরত ২০০ টাকা, ফরাক্কায় গৃহকর্তাকে প্রণাম ঠুকে পালাল দুই চোর
সোমবার এই কন্ট্রোল রুমের উদ্বোধন করেন মেয়র ফিরহাদ হাকিম। ছিলেন মেয়র পারিষদ দেবাশিস কুমার, তারক সিং, পুর কমিশনার বিনোদ কুমার, পুরসচিব হরিহরপ্রসাদ মণ্ডল সহ অন্যরা। এই নতুন কন্ট্রোল রুমে আটটি LED স্ক্রিন বসানো হয়েছে। পাম্পিং স্টেশনের সঙ্গে সেন্সর ও জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে কন্ট্রোল রুমকে যুক্ত করা হয়েছে। সেখানে কত জলস্তর উঠছে নামছে, তা স্ক্রিনে ফুটে উঠবে।