পুজোর মুখেও ডেঙ্গি আতঙ্ক তাড়া করে ফিরছে শহরবাসীকে। বিশেষজ্ঞদের মতে, ঠান্ডা না পড়া পর্যন্ত ডেঙ্গির হাত থেকে রেহাই মিলবে না। ফলে পুজোর মধ্যেও শহরবাসীর সচেতনতা বাড়াতে কলকাতার প্রতিটি ওয়ার্ডে খোলা হবে সচেতনতা কিয়স্ক। শুক্রবার একথা জানান কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম।
কলকাতা পুরনিগম সূত্রে খবর, এই প্রথম কলকাতার বুকে ডেঙ্গি কিয়স্ক খোলা হয়েছে। সকাল থেকেই অটো করে সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে শহরের অলিগলিতে। ডেঙ্গি থেকে বাঁচতে ঠিক কী কী পদক্ষেপ নেওয়া উচিত, তা নিয়ে প্রচারের পাশাপাশি লিফলেট বিলিও হয়েছে।
৭০নং, ১০৭ নং, ১১৫ নং ওয়ার্ডে বহু আগে থেকেই এই কিয়স্ক বসেছে। তবে পুজোর মধ্যেই প্রায় সমস্ত ওয়ার্ডেই বসানো হবে এই সচেতনতা কিয়স্ক। মূলত মৃত্যুর হার যেখানে বেশি, সেখানেই সচেতনতায় বেশি জোর দেওয়া হচ্ছে বলেই খবর।