অবশেষে মহম্মদ আলি পার্কের (Md Ali Park) পুজো মণ্ডপের জট কাটল। পুরসভার বিকল্প প্রস্তাব মেনেই তৈরি হবে পুজোর মণ্ডপ। বিপজ্জনক জলাধারের পরিবর্তে পার্কের ফাঁকা অংশ মণ্ডপ তৈরির প্রস্তাব দিল কলকাতা পুরসভার (KMC) জল সরবরাহ দফতর।
মঙ্গলবার মহম্মদ আলি পার্ক পরিদর্শন করেন জল সরবরাহ দফতরের ডিজি মৈনাক মুখোপাধ্যায়, বরো চেয়ারপার্সন রেহেনা খাতুন। সঙ্গে ছিলেন পুজো কমিটির সদস্যরাও। যৌথভাবে পরিদর্শনের পর বিষয়টি সুরাহা হয়েছে বলেই জানা গিয়েছে।
জট কাটাতে পুজো কমিটির সঙ্গে সোমবার বৈঠক হয় পুরসভার জল সরবরাহ দফতরের। মঙ্গলবার যৌথ পরিদর্শনের পর পুরসভা নির্দেশ দেয়, জলাধারের ওপর মণ্ডপের অংশ ভাঙতে হবে। এমনভাবে মণ্ডপ তৈরি করতে হবে, যাতে দর্শকরা বাইরে থেকে প্রতিমা দর্শন করতে পারে। এই প্রস্তাবে রাজি হয় মহম্মদ আলি পুজো কমিটি। পুজো কমিটির যুগ্ম সম্পাদক অশোক ওঝা জানান,পুরসভার প্রস্তাব মেনেই পুজোর আয়োজন করা হবে। কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক হবে।
আরও পড়ুন: 'আদালতে সিবিআই তদন্ত চাইব', বিচারককে হুমকি চিঠি প্রসঙ্গে বললেন অনুব্রত
মহম্মদ আলি পার্কে পুরসভার শতাব্দী প্রাচীন ভূগর্ভস্থ জলাধার আছে। এই জলাধারের অবস্থা বেশ শোচনীয়। বিপজ্জনক জলাধারের উপরই মণ্ডপ তৈরির কাজ শুরু হয়েছিল। বিষয়টি নজরে পড়তেই নড়েচড়ে বসে পুরসভা। মণ্ডপ তৈরির কাজ বন্ধের নোটিসও পাঠানো হয়। হাতে দেড় মাসও সময় নেই। তাই পুজো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।