বুধবার কসবার অ্যাক্রোপলিস মলের সামনে থেকে অপহৃত (Kasba kidnapped) হয়েছিলেন এক ব্যবসায়ী। কসবা থানার পুলিশ বলে নিজেদের পরিচয় দিয়ে ওই ব্যবসায়ীকে অপহরণ (Kasba kidnapped) করেছিল কয়েকজন দুষ্কৃতি। অপহরণের পর মুক্তিপণ চেয়ে ফোন এলে কসবা থানায় অভিযোগ দায়ের করে ব্যবসায়ীর পরিবার। তারপরই তদন্তে নামে পুলিশ। গভীর রাতে কসবা থানায় কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা। আশেপাশের থানাগুলিকে সতর্ক করে ব্যবসায়ী উদ্ধারে নামে পুলিশ।
আরও পড়ুন: বাইক কেনার পর চেক বাউন্স, নৈহাটির শোরুমে মেরে যুবককে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ পরিবারের
বৃহস্পতিবার সকালে উদ্ধার করা হয় ওই অপহৃত (Kasba kidnapped) ব্যবসায়ীকে। গ্রেফতার করা হয়েছে ৭ জন অভিযুক্তকেও। রাতভর তদন্ত করে বৃহস্পতিবার সকালে টালিগঞ্জ থেকে ওই ব্যবসায়ীকে উদ্ধার করে লালবাজারের গুণ্ডাদমন শাখা ও কসবা থানার পুলিশ। জানা গিয়েছে, গোপন আস্থানা থেকে ওই ব্যবসায়ীকে সরানোর সময়েই টালিগঞ্জ থেকে তাঁকে উদ্ধার করে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে অপহরণের কাজে লাগানো দুটি গাড়িও।
অভিযোগ, কুতবুদ্দিন গাজি নামের ওই ব্যবসায়ী আদতে বসিরহাটের বাসিন্দা। কসবায় তাঁর একটি অফিস রয়েছে। বুধবার রাতের দিকে মুক্তিপণ (Kasba kidnapped) চেয়ে ফোন যায় পরিবারের কাছে। ফোনের ওপার থেকে পুলিশের পরিচয় দিয়েই মুক্তিপণ চায় দুষ্কৃতীরা। এরপরই থানায় অভিযোগ দায়ের করে পরিবার।