বেশ কয়েকঘণ্টার টালবাহানর পর জামিন পেলেন কংগ্রেস নেতা আইনজীবী কৌস্তুভ বাগচী। শনিবার ব্যাঙ্কশাল আদালতে এক হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান কৌস্তুভ। শনিবার আদালতে কৌস্তভের হয়ে সওয়াল করেন বিকাশরঞ্জন ভট্টাচার্য-সহ অন্য আইনজীবীরা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অশালীন ব্যক্তি আক্রমণের অভিযোগে শুক্রবার গভীর রাতে কৌস্তুভের ব্যারাকপুরের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার পুলিশ। তাঁর বিরুদ্ধে একের পর এক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়।
এরপর কৌস্তুভের হয়ে সওয়াল করেন প্রায় ১০০ আইনজীবী। প্রথমে রায়দান স্থগিত রাখলেও, শনিবার বিকেলে ব্যক্তিগত বন্ডে তাঁর জামিনের রায়দান করেন অতিরিক্ত বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট।