রাত গড়াতেই ধীরে ধীরে ভিড় বাড়ছে দক্ষিণ কলকাতার (South Kolkata) লেক কালীবাড়িতে (Lake Kalibari)। এই মন্দিরে করুণাময়ী কালীর আরাধনা হয়। সকাল থেকেই ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সন্ধে থেকে আরও বাড়তে থাকে ভিড়।
রীতি মেনে সকালে দেবীর মঙ্গলারতির পর পুজো শুরু হয়। সেই মতোই রবিবার সকালে পুজো শুরু হয়েছে। সারা রাত ধরে চলবে পুজো চলবে। চিরাচরিত রীতি মেনে ফল বলির আয়োজন করা হয়েছে। কালীপুজো উপলক্ষে সকাল থেকেই ভক্তদের আনাগোনা চলছিল। সন্ধের পর ভিড় আরও বাড়তে থাকে।
আরও পড়ুন - কালী পুজোর সন্ধেয় জনসমুদ্র বারাসতে, নজর কাড়ছে কেএনসি রেজিমেন্টের থিম 'ত্রিদেব'