কৈখালিতে (Kaikhali) রাসায়নিক কারখানায় (Chemical Factory) আগুন লাগার ঘটনায় গ্রেফতার মালিক পবন আগরওয়াল (Pawan Agarwal)। মালিকের বিরদ্ধে একাধিক অভিযোগ ছিল। রবিবার তাকে ব্যারাকপুর আদালতে তোলা হবে। আগুন লাগার কারণ খতিয়ে দেখতে ঘটনাস্থলে ফরেনসিক টিম।
বিমানবন্দর সংলগ্ন এই রাসায়নিক কারখানা। দাহ্য পদার্থ মজুত রাখার অভিযোগ কারখানার বিরুদ্ধে। অভিযোগ ওঠে, এই কারখানায় কোনও অগ্নিনির্বাপন ব্যবস্থাও ছিল না। এমন কী নির্মাণের নিয়ম না মেনেই বানানো এই কারখানাটি। দমকলের অভিযোগের ভিত্তিতে রবিবার মালিককে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন: কৈখালিতে রাসায়নিক কারখানায় আগুন, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন
বছরের প্রথম দিন সকালে কৈখালির ওই রং কারখানা থেকে কালো ধোঁয়া বেরোতে শুরু করে। ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। দমকলের ১৭ ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখনও কোথাও আগুন থেকে গেছে কিনা, খতিয়ে দেখা হচ্ছে। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখতে রবিবার কৈখালিতে যাচ্ছে বিশেষ ফরেনসিক টিম।