পুজোর ঢাকে কাঠি পড়েই গিয়েছে। যদিও শরতের আকাশেও বর্ষার ঘনঘটা। আরজি করের নির্যাতিতার বিচারের দাবিতে ফুটছে গোটা রাজ্য, তার জেরে এবছর পুজোর মেজাজ অন্য বারের থেকে খানিক আলাদা। কলকাতার পুজো মানেই থিমের রমরমা। প্রতিবছরই নিত্য নতুন চমক থাকে প্যান্ডেলে প্যান্ডেলে।
এবছর পুজোতে এক অনন্য থিম ভেবে ফেলেছে উল্টোডাঙার কবিরাজ বাগান ক্লাব। এবছর বিনা পয়সাতেই দর্শনার্থীদের গঙ্গার নিচের মেট্রো চড়াবেন তাঁরা । এবছর এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত আন্ডার ওয়াটার মেট্রো স্টেশন চালু হয়েছে। ইতিমধ্যেই গণপরিবহনে এই লাইন অন্য মাত্রা জুড়ে দিয়েছে।
সেই আন্ডার ওয়াটার মেট্রোর থিমেই এবার সেজে উঠছে কবিরাজ বাগান। শুধু তাই নয় ওই একই প্যান্ডেলে দেখা যাবে দক্ষিণেশ্বর মন্দির, হাওড়া ব্রিজ। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জোর প্রস্তুতি। তৈরি হয়ে গিয়েছে হাওড়া ব্রিজের স্ট্রাকচার। সেই ব্রিজের উপর দিয়েই প্যান্ডেলে ঢুকতে পারবেন দর্শনার্থীরা।
উল্লেখ্য, গত দুবছরেও একের পর এক চমক দিয়েছে কবিরাজ বাগান। ৫৭ তম বর্ষে উল্টোডাঙার কবিরাজ বাগানের (Ultadanga Kabiraj Bagan Durga Puja) দুর্গাপুজোর থিম ছিল কেকে, কারণ সেবছরই বাংলার মাটিতে তাঁর জীবনাবসান হয়। প্যান্ডেলে ছিল সিলিকন দিয়ে তৈরি কেকে-র মূর্তি। কনসার্টে গাওয়া কেকের শেষ ২০ টি গান বেজেছিল সেবারের থিমে। এবং আগের বছর ৫৮ তম বছরে কবিরাজ বাগান সর্বজনীনের থিম ছিল কেরালার হাউজবোট।