ফোনালাপ বিতর্কের পর ক্ষমা চেয়ে নিলেন কবীর সুমন(Kabir Suman)। প্রাক্তন তৃণমূল সাংসদের(TMC MP) এই ফোনালাপকে কেন্দ্র করে নেটমাধ্যমে জোর বিতর্ক তৈরি হয়। তৃণমূলের(TMC) তরফে এ বিষয়ে কিছু জানানো না হলেও মুখ খোলেন তৃণমূল মুখপাত্র(TMC Spokesperson) তথা সাংবাদিক কুণাল ঘোষ(Kunal Ghosh)। রাজ্য বিজেপির(BJP west Bengal) তরফেও মুচিপাড়া থানায়(Muchipara Police Station) দায়ের হয় অভিযোগ।
এরপর ফেসবুক পোস্টে ক্ষমা চেয়ে নেন কবীর সুমন(Kabir Suman)। পোস্টে তিনি লেখেন, 'ভেবে দেখলাম সেদিন টেলিফোনে এক সহনাগরিককে যে গাল দিয়েছিলাম, সেটা সুশীল সমাজের নিরিখে গর্হিত কাজ। এতে কাজের কাজ কিছু হল না, মাঝখান থেকে অনেকে রেগে গেলেন, উত্তেজিত হলেন। এমনিতেই করোনার উৎপাত তার উপর ফোনে গালমন্দ—লাভ কী। তাই আমি সহনাগরিকের কাছে, বিজেপি(BJP) আরএসএস-এর(RSS) কাছে এবং বাঙালিদের কাছে ক্ষমাপ্রার্থনা করছি।’
আরও পড়ুন- Kabir Suman : কবীর সুমনকে নিয়ে কেন সরগরম রাজ্য! জেনে নিন বিশদে
তাঁর বিরুদ্ধে মুচিপাড়া থানায়(Muchipara Police Station) দায়ের হওয়া অভিযোগ নিয়েও বার্তা দেন কবীর সুমন(Kabir Suman)। তিনি লেখেন, ‘আইনরক্ষীরা নিশ্চিন্ত থাকুন। আমি চেষ্টা করব সব ব্যাপারে একদম চুপ থাকতে। আর কোন কোন ব্যাপারে কে কে আমার কাছে ক্ষমাপ্রার্থনা দাবি করছেন বা করবেন বলে ভাবছেন দয়া করে একটি তালিকা বানিয়ে ডাকযোগ পাঠান। আমি নতমস্তকে সম্মতিসূচক সই করে দেব।’
আরও পড়ুন- Mamata Banerjee on Gandhi : মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে শ্রদ্ধাজ্ঞাপন মমতা বন্দ্যোপাধ্যায়ের
এর পাশাপাশি কিছুটা ব্যাঙ্গের সুরেই তিনি লিখেছেন, ‘আপনাদের যদি ভাবতে ভাল লাগে যে আমি খুব ভয় পেয়ে এটা লিখছি, তো তাইই ভাবুন। যেটা ভাবলে আপনাদের মন ভাল হয়ে ওঠে সেটাই ভাবুন।’
তবে ফেসবুক পোস্টের একেবারে শেষে কবীর সুমন(Kabir Suman) মহাত্মা গান্ধীর(Mahatma Gandhi) মৃতুদিনে বিজেপিকে(BJP) খোঁচা দিয়ে লেখেন, ‘-এই দিনে মহাত্মা গান্ধী(Mahatma Gandhi) খুন হয়েছিলেন। মহাত্মার খুনীকে শুনতে পাই ভারতের বর্তমান শাসকদের মধ্যে কেউ কেউ পুজো করে থাকেন। আমার কথা ভুল হলে আমায় জানাবেন, আমি আবার ক্ষমা চেয়ে নেব।’