বাকিবুরকে তিনি চিনতেন। ইডির জেরা থেকে বেরিয়ে এই দাবি গ্রেফতার রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের আপ্ত সহায়ক অমিত দের। শুক্রবারের পর শনিবারও রেশন দুর্নীতির তদন্ত তাঁকে প্রায় ১০ ঘণ্টা জেরা করা হয়েছে। অমিত জানান, বাকিবুরকে তিনি চিনতেন। একইসঙ্গে তাঁর দাবি, মন্ত্রীর বাড়িতে নয়, অফিসে যাতায়াত ছিল বাকিবুরের। তবে দুর্নীতি সম্পর্কে তাঁর কাছে কোনও তথ্য নেই বলেও এদিন দাবি করেছেন জ্যোতিপ্রিয়র আপ্ত সহায়ক।
শুধু অমিত নন, এদিন সিজিওতে হাজিরা দিয়েছিলেন জ্যোতিপ্রিয়র প্রাক্তন আপ্ত সহায়ক অভিজিৎ দাসও। যদিও তিনি সন্ধ্যার পরেই সল্টলেক ছাড়েন। এদিকে, শনিবার হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, আগের থেকে অনেক স্থিতিশীল গ্রেফতার মন্ত্রীর শারীরিক অবস্থা। সোমবার জ্যোতিপ্রিয়ের হৃদ্যন্ত্রের কয়েকটি পরীক্ষা করে দেখা হবে।
ইডির সূত্রে খবর, রবিবার তাদের কোনও আধিকারিক হাসপাতালে বালুর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে যেতে পারেন। কারণ, সোমবারই জ্যোতিপ্রিয়ের শারীরিক অবস্থা সংক্রান্ত রিপোর্ট ব্যাঙ্কশাল আদালতে জমা দিতে হবে।