রবিবার দুপুরে হঠাৎ সিজিও কমপ্লেক্সে গিয়ে হাজির হলেন রেশন দুর্নীতির তদন্তে গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক। এদিন বেলা একটা নাগাদ সল্টলেকের অফিসে যান তিনি। তবে, তিনি কেন গিয়েছিলেন, তা এখনও স্পষ্ট নয়। সূত্রের খবর, তাঁর হাতে একটি ফাইল দেখা গিয়েছে। খানিকক্ষণের মধ্যে সেখান থেকে বেরিয়ে যান বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
যদিও সিজিও কমপ্লেক্সে বেশ নীরব ছিলেন মন্ত্রী-কন্যা। একাধিক প্রশ্ন করা হলেও, তিনি কোনও প্রশ্নের জবাব দেননি। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, তিনি ভিতরে গিয়েছেন নীরবে। বেরিয়ে এসেও কোনও কথা বলেননি। তবে, খুব বেশি সময় ছিলেন না বলেও জানা গিয়েছে।
রেশন বণ্টনে দুর্নীতির অভিযোগে রাজ্যের বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয়কে শুক্রবার গ্রেফতার করেছে ইডি। তার আগে বৃহস্পতিবার তাঁর সল্টলেকের দু’টি ফ্ল্যাটে চলে ম্যারাথন তল্লাশি। শুক্রবার জ্যোতিপ্রিয়কে গ্রেফতারির পর আদালতে হাজির করানো হয়।
সেখানে মন্ত্রীকে নিজেদের হেফাজতে চাইছিল কেন্দ্রীয় সংস্থা। হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। সেখানে প্রিয়দর্শিনী উপস্থিত ছিলেন। আদালতে বাবার স্বাস্থ্য সংক্রান্ত কাগজপত্রও নিয়ে গিয়েছিলেন তিনি।