আদালত ও আদালতের বাইরে নিরাপত্তা বাড়ল কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থারের। সোমবারের ঘটনার জেরে মঙ্গলবার হাই কোর্টে তাঁর এজলাসের সামনে বাড়ানো হয়েছে নিরাপত্তা। এবার থেকে ৮ থেকে ১০ জন পুলিশ এজলাসের সামনে থাকবে। কলকাতা হাই কোর্টের ওসিকে তলব করে এদিন বিচারপতির নিরাপত্তা বাড়ানো নির্দেশ দেওয়া হয়েছে। শুধু আদালতেই নয়, নিরাপত্তা বাড়ছে যোধপুর পার্কে বিচারপতির বাড়িতেও। কারণ, সোমবারের ঘটনার পর তাঁর বাড়ির সামনেও পোস্টার পড়েছিল। তার জেরেও বাড়ির নিরাপত্তা বাড়ানো হয়েছে। এদিকে, বিচারপতি রাজাশেখর মান্থারকে ঘিরে কেন অসন্তোষ, তা খতিয়ে দেখার আর্জি জানিয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়।
সোমবার যা ঘটনা ঘটেছে এর কোনও প্রয়োজন ছিল কি? প্রশ্ন প্রধান বিচারপতির। যারা এমন করলেন তাঁদের হয়ে সওয়াল করছেন? বারের আইনজীবীকে প্রশ্ন প্রধান বিচারপতির। আদালত অবমাননার পর্যায়ে না গিয়ে সমস্যা সমাধানের পক্ষে সওয়াল বারের প্রতিনিধির।
মঙ্গলবারও পরিস্থিতি খুব একটা বদলায়নি। সকালেও বিক্ষোভ দেখানো হয়েছে। এদিন আইনজীবীদের একাংশ থেকে পরিস্কার বলা হয়েছে, তাঁরা বিচারপতি রাজাশেখর মান্থারকে বয়কট করছেন।