মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রশংসায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। তিনি জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী ভাল কাজ করছেন। তিনি কেন খারাপ কথা বলবেন। পর্ষদের আইনজীবীকে উদ্দেশ্য করে বৃহস্পতিবার এমনই মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
কুণাল ঘোষের টুইট নিয়েও মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি জানান, তাঁর মন্তব্য তিনি খুব উপভোগ করেন। রোজ কিছু না কিছু বলেন। কোনও অতিরিক্ত মন্তব্য করতে চান না তিনি। প্রসঙ্গত, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়োগ দুর্নীতি নিয়ে জানান, এবার ধেঁড়ে ইঁদুর বেরোবে। সেই নিয়েই টুইটে আক্রমণ করেন কুণাল ঘোষ।
আরও পড়ুন: 'আগে রোগীর চিকিৎসা, পরে প্রসেস', SSKM-এর অনুষ্ঠানে নির্দেশ মুখ্যমন্ত্রীর
প্রসঙ্গত, কয়েকমাস আগে নিউ সেক্রেট্যারিয়ট ভবনের একটি অংশ হাই কোর্টের হাতে হস্তান্তর করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেই মঞ্চে উপস্থিত ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেদিন মুখ্যমন্ত্রী জানান, 'আপনি ভাল করছেন। আপনি আপনার মতো চালিয়ে যান।' এদিন আদালতে সেই প্রসঙ্গ টেনে আনেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।