রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) কিশোর দত্তের কাছে ক্ষমা চাইলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । ভরা এজলাসে দাঁড়িয়ে অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় বলেন, রাগের মাথায় কথাগুলো বলে ফেলেছিলেন । কথাগুলো তাঁর বলা উচিৎ হয়নি । বিচারপতি গঙ্গোপাধ্যায়ের আরও দাবি, কিশোরের সঙ্গে তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক । অন্যদিকে, পাল্টা মন্তব্য করার জন্য অনুতপ্ত রাজ্যের অ্যাডভোকেট জেনারেলও ।
জানা গিয়েছে, মঙ্গলবার নিজের এজলাসে ডেকে পাঠিয়েছিলেন কিশোর দত্তকে । এজলাসে তখন উপস্থিত ছিলেন বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা । তাঁদের উদ্দেশে বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, বন্ধু কিশোর তাঁর অনেক উপকার করেছে । তাঁর কথায় কিশোর আঘাত পেয়ে থাকতে পারেন । কিশোরের উদ্দেশে বলেন, 'আমি আপনাকে বহু বছর ধরে চিনি। প্রায় ৩৭ বছর হবে আমাদের পরিচয়। আমি আপনার কাছে ক্ষমাপ্রার্থী। আমি খুবই দুঃখিত।' কিশোর দত্ত পাল্টা বলেন, 'আমিও তো ওই দিন অনেক কিছু বলেছিলাম। না বলাই উচিত ছিল।'
এজি-র উদ্দেশে বিচারপতির মন্তব্যের পর সরব হয়েছিলেন কলকাতা হাই কোর্টের আইনজীবীদের একাংশ । তাঁদের দাবি, এজির কাছে ক্ষমা চাইতে হবে বিচারপতিকে । এমনই দাবি তুলে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমকে চিঠিও দিয়েছিলেন তাঁরা । এরপরই কিশোর দত্তের কাছে ক্ষমা চাইলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ।