পুজোর আগেই আরজি করের ঘটনার প্রতিবাদে লাগাতার কর্মবিরতির পথ থেকে সরে এলেন জুনিয়র ডাক্তাররা। শুক্রবার ধর্মতলার অবস্থান মঞ্চ থেকে একথা ঘোষণা করলেন জুনিয়র ডাক্তারদের সংগঠনের অন্যতম নেতা দেবাশিস হালদার। তবে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাঁদের ১০ দফা দাবি রাজ্য না মানলে নিজেদের জীবন বাজি রেখে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা।
দেবাশিস জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাজ্য তাঁদের ১০ দফা দাবি না মানলে এবার আমরণ অনশন করবেন তাঁরা। দেবাশিসের দাবি, রোগী পরিষেবার কথা মাথায় রেখেই লাগাতার কর্মবিরতির পথ থেকে সরে আসছেন তাঁরা। তবে, ধর্মতলায় তাঁদের অবস্থান চলবে।
সুপ্রিম কোর্টের গত শুনানিতে আদালতে রাজ্য জানিয়েছিল, সরকারি হাসপাতালগুলিতে প্রায় ২৬ শতাংশ সিসিটিভি বসানোর কাজ শেষ হয়ে গিয়েছে। বাকি যেটুকু রয়েছে, তা রাজ্যের বন্যা পরিস্থিতির উন্নতি হলে করে দেওয়া হবে। রাজ্যের এই দাবিকে এদিন মিথ্যা বলে পাল্টা অভিযোগ করেছেন জুনিয়র ডাক্তাররা। দেবাশিস হালদার জানিয়েছেন, গুটি কয়েক হাসপাতালে এই কাজ হয়েছে, যা ছয় শতাংশের বেশি হবে না।
একইসঙ্গে রাজ্যের প্রতিটি হাসপাতালে অবিলম্বে হুমকি সংস্কৃতি বন্ধ করার দাবি জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই গ্রেফতার করছে তৃণমূল ছাত্র পরিষদের নেতা আশিস পাণ্ডেকে। জুনিয়র ডাক্তারদের অভিযোগ, এই আশিস পাণ্ডেদের মতো নেতাকে কাজে লাগিয়েই হাসপাতালে হুমকি সংস্কৃতি তৈরি করছেন সন্দীপ ঘোষের মতো মানুষরা।