পুজোর মুখে কলকাতার রাস্তায় এবার জুনিয়র ডাক্তারদের গায়ে হাত তোলার অভিযোগ। অভিযোগ পুলিশের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে অফিস টাইমের সন্ধ্যায় উত্তেজনা ধর্মতলায়। জুনিয়র ডাক্তারদের অভিযোগ, পুলিশের আচরণে আহত হয়েছে তাঁদের এক সহকর্মী আপন সামন্ত। যদিও আপনের উপর আক্রমণের অভিযোগ উড়িয়ে দিয়েছে কলকাতা পুলিশ। ধর্মতলার এই ঘটনায় আটকে যায় বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের গাড়ি।
১০ দফা দাবিতে শুক্রবার এসএসকেএম হাসপাতাল থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন জুনিয়র ডাক্তাররা। মিছিল ওয়াই চ্যানেলে আসার মুখে জুনিয়র ডাক্তারদের সঙ্গে পুলিশের বচসা শুরু হয়। জুনিয়র ডাক্তারদের নেতা দেবাশিস হালদারের অভিযোগ, তাঁদের অবস্থানে বাধা দেওয়া হয় পুলিশের তরফে। জুনিয়র ডাক্তারদের দাবি, ধর্মতলার ঘটনায় ক্ষমা চাইতে হবে কলকাতা পুলিশকে।
কর্মবিরতি কী উঠবে ? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে জুনিয়র ডাক্তারদের অন্দরেই। আরজি করের প্রতিবাদে বৃহস্পতিবার সিনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক হয় জুনিয়র ডাক্তারদের। ওই বৈঠকে নাকি জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি তুলে নিতেই অনুরোধ করেছেন সিনিয়র ডাক্তাররা।
ওই বৈঠকের পর, ফের জেনারেল বডির বৈঠক বসেন জুনিয়র ডাক্তাররা। দীর্ঘ সময়ের এই বৈঠকের পরে জুনিয়র ডাক্তাররা সিদ্ধান্ত নিয়েছেন কর্মবিরতির পাশাপাশি এবার তাঁরা আমরণ অনশনে বসছেন।