Junior Doctors Protest: দরকারে আরও ৩৩ দিন রাস্তায় থাকবেন, হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের

Updated : Sep 13, 2024 08:55
|
Editorji News Desk

আরজি করের ঘটনায় ৫ দফা দাবিতে আন্দোলনরত জুনিয়র ডাক্তারের সঙ্গে বৈঠক হল না মুখ্যমন্ত্রীর। লাইভ স্ট্রিমিং সম্ভব নয়, জানিয়ে দেয় নবান্ন। তিন ঘণ্টা অপেক্ষা করে ফের স্বাস্থ্য ভবনের সামনের বিক্ষোভেই ফিরে আসে ৩৪ জনের ডাক্তারদের প্রতিনিধি দল। ৩৩ দিন ধরে তাঁরা রাস্তায়, দরকারে আগামী ৩৩ দিনও রাস্তায় থাকতে পারেন, বার্তা দিলেন আন্দোলনকারীরা। 

জুনিয়র ডাক্তারদের দাবি ছিল, 'নো লাইভ স্ট্রিমিং, নো ডিসকাশন' । মুখ্যসচিব থেকে ডিজি, রাজ্যের শীর্ষকর্তাদের তরফে লাইফ স্ট্রিমিং-এর বদলে ভিডিয়ো রেকর্ডিং এর প্রস্তাব দেওয়া হয়, সেই প্রস্তাবে সায় দেননি জুনিয়র ডাক্তাররা। বৃহস্পতিবার সন্ধেয় সাংবাদিক বৈঠক করে তিন দিনেও সমস্যার সমাধান করতে নয়া পারার জন্য মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর কাছে ক্ষমা চেয়ে নেন । 

 সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন, সিবিআই তদন্ত করছে, তাই এই বিষয় নিয়ে আলোচনায় লাইভ স্ট্রিমিং সম্ভব নয়, কারণ দেখায় নবান্ন। এই আপত্তি নিয়ে প্রশ্ন তোলেন আন্দোলনরত ডাক্তাররা। তাঁরা জানান, প্রথম থেকেই আন্দোলনের দাবি সম্পর্কে তাঁরা মুখ্যমন্ত্রীকে, রাজ্য সরকারকে মেল করেছিলেন। যে কোনও প্রশাসনিক বৈঠক লাইভ স্ট্রিমিং হলে এই বৈঠকও সম্ভব। বিচারাধীন বিষয় নিয়ে এমন কোনও তথ্য তাঁরা দিতে যাচ্ছিলেন না যা সিবিআই কে দেওয়া উচিত ছিল, তাহলে সমস্যা হওয়ার কথা নয়, জানিয়েছেন ডাক্তাররা। 

byte

ঘণ্টা তিনেক নবান্নের বাইরে অপেক্ষা করে ফের স্বাস্থ্য ভবনে ফিরে আসেন ডাক্তাররা। পরে সংবাদমাধ্যমকে তাঁরা জানান, বৃহস্পতিবার আলোচনা হবে, সেই আশা নিয়েই তাঁরা নবান্নে গিয়েছিলেন, তা যে ভেস্তে যাবে, তা অনুমান করতে পারেননি, তাই পরবর্তী পদক্ষেপ কী হবে, তা তাঁদের ভাবনাতেও ছিল না। 

বিচার নয়, চেয়ার চায়, মুখ্যমন্ত্রীর এই মন্তব্য সঠিক নয়, স্পষ্ট উল্লেখ করেছেন আদনোলনরত চিকিৎসকেরা, জানিয়েছেন, তাঁরা আলোচনার মাধ্যমে সুরাহা চাইছিলেন বলেই নবান্নে দেখা করতে গিয়েছিলেন। 

RG Kar Hospital

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট