পুজোর মুখেও আন্দোলনের আঁচে ভাটা পড়তে দিতে নারাজ জুনিয়র ডাক্তাররা। আরজি কর, সাগর দত্ত মেডিকেল কলেজের ঘটনার পর আন্দোলনের ধরন খানিক বদলানোর পথে হাঁটতে চলেছেন জুনিয়র ডাক্তাররা। কর্মবিরতি থেকে সরলে আমরণ অনশন করবেন তাঁরা, ১০ ঘণ্টার জিবি বৈঠকের পর এমনই সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনকারীরা। শুধু তাই নয়, সমস্ত দাবিদাওয়া না মেটা পর্যন্ত তাঁরা এই আন্দোলন চালিয়ে নিয়ে যাবেন বলেও জানিয়েছেন তাঁরা।
সিনিয়র চিকিৎসকদের সঙ্গে টানা বৈঠকের পর বৃহস্পতিবার রাত ৮ টায় বৈঠকে বসেন সমস্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। তাঁদের বৈঠক চলে দীর্ঘ ১০ ঘণ্টা ধরে। সকলে নিজেদের বক্তব্য রাখেন, আলাপ আলোচনা চলে। সকলে নিজেদের বক্তব্য রাখেন। রাত গড়িয়ে সকাল ৬টায় তাঁদের মিটিং শেষ হয়।
রোগীদের ভাল মন্দের কথা মাথায় রেখে তাঁরা কর্মবিরতি থেকে সরে কাজে যোগ দিলেও, আন্দোলন থেকে সরবেন না ডাক্তাররা, যতক্ষণ না সহকর্মীর বিচার পাচ্ছেন। সোমবার থেকে আমরণ অনশনের ডাক দিয়েছেন তাঁরা।
উল্লেখ্য, RG কর হাসপাতালের নিহত চিকিৎসকের সুবিচারের দাবিতে ফের কর্মবিরতি শুরু করেছিলেন জুনিয়র ডাক্তাররা। এই সিদ্ধান্তের বিরোধিতায় কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয় বৃহস্পতিবার। একটি সংস্থার ডিরেক্টর ওই মামলা দায়ের করেছেন।
আন্দোলন চালিয়ে নিয়ে গেলেও কর্মবিরতি তুলে নিতে বলেছিল সুপ্রিম কোর্ট। কিন্তু আইনের বিরুদ্ধে গিয়ে কর্মবিরতি পালন করছেন জুনিয়র ডাক্তাররা। এই অভিযোগেই মামলা দায়ের হয়। এদিকে প্রায় ১ মাস ধরে কর্মবিরতি করেছিলেন জুনিয়র ডাক্তাররা। তারপর রাজ্য সরকারের সঙ্গে বৈঠকের পর আংশিক কর্মবিরতি তুলে নিয়েছিলেন তাঁরা। যদিও চলতি সপ্তাহ থেকে ফের দ্বিতীয় দফার পূর্ণ কর্মবিরতি শুরু করেন তাঁরা। কিন্তু আগামী দিনে কর্মবিরতি চলবে কিনা সেবিষয়ে সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার বৈঠক হয় RG কর হাসপাতালের অডিটরিয়ামে। সেখানে জুনিয়ার ও সিনিয়র ডাক্তাররা উপস্থিত ছিলেন। এর মাঝেই মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে।