টানা ৪১ দিন পর কার্যত কাটল আরজি কর জট। শর্তসাপেক্ষে শুক্রবার স্বাস্থ্য ভবনের সামনে থেকে অবস্থান সরিয়ে নিচ্ছেন জুনিয়র ডাক্তাররা। বৃহস্পতিবার, দীর্ঘ জেনারেল বডির বৈঠকের পর জুনিয়র ডাক্তারদের নেতা অনিকেত মাহাত জানিয়েছেন, বিচার চেয়ে এবার তাঁরা সিজিও কমপ্লেক্সে দিকে মিছিল করবেন। শুক্রবারের এই মিছিলে সাধারণ মানুষকে যোগ দিতে আহ্বাণ করেছেন জুনিয়র ডাক্তাররা।
অনিকেতে দাবি, ন্যায়বিচারের দাবি এখনও শেষ হচ্ছে না। এদিনই সরকারের তরফে সরকারি হাসপাতালের নিরাপত্তা বাড়াতে ১০ দফা নির্দেশিকা জারি করা হয়েছে। সরকারের এই নির্দেশিকাকে তাঁদের নৈতিক জয় বলেই দাবি করেছেন জুনিয়র ডাক্তারদের আর এক নেতা দেবাশিস হালদার। তিনি জানিয়েছেন, শনিবার থেকে জরুরি বিভাগে তাঁর যোগ দিলেও আরজি করের ঘটনার প্রতিবাদে আংশিক কর্মবিরতি চলবে।
গত কয়েকদিনে মুখ্যমন্ত্রী ও নবান্নের সঙ্গে দফায় দফায় বৈঠকে বসেন জুনিয়র ডাক্তাররা। এর পাশাপাশি রাজ্যের বন্যা পরিস্থিতিতে মাথায় রেখে তাঁদের কাজে ফিরতে বারবার অনুরোধ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর অনুরোধ রেখে, রাজ্যের বন্যা কবলিত এলাকায় গিয়ে কাজ করবেন জুনিয়র ডাক্তাররা। একযোগে একথা জানিয়ছেন অনিকেত মাহাত এবং দেবাশিস হালদার।