আরজি করের সমস্যার সমাধান এখনও অধরা। এর মধ্যেই ফুঁড়ে উঠেছে কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগী মৃত্যুকে ঘিরে জুনিয়র ডাক্তারদের উপর আক্রমণের ঘটনা। যে ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই ওই হাসপাতালে কর্মবিরতি পালন করছেন জুনিয়র ডাক্তাররা। এর মধ্যেই জুনিয়র ডাক্তারদের ফ্রন্ট সোমবার থেকে ফের রাজ্যজুড়ে কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে রাখল। শনিবার রাজ্য সরকারের সামনে ডেটলাইন রেখে এই হুঁশিয়ারি দেওয়া হল।
সোমবার সুপ্রিম কোর্টে হতে চলেছে আরজি কর মামলার শুনানি। তার আগে সাগর দত্তের ঘটনায় হাসপাতালের মধ্যে ফের ডাক্তারদের নিরাপত্তার প্রশ্নকেই হাতিয়ার করলেন জুনিয়র ডাক্তারদের নেতারা। শনিবার রাতে জেনারেল বডির বৈঠকের পর জানানো হয়েছে, হাসপাতালের নিরাপত্তা নিয়ে সুপ্রিম কোর্টে সোমবার রাজ্য সরকার কী জানায় এবং শীর্ষ আদালত কী বলে তা দেখার পরই তাঁরা বিকেল থেকে কর্মবিরতিতে যাবেন।
তার আগে রবিবার রাজ্যের প্রতিটি মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে মশাল মিছিল করা হবে। তাঁদের অভিযোগ, হাসপাতালের মধ্যে কর্মরত জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে রাজ্য। এই ব্যাপারে তাঁরা হাতিয়ার করেন গত শুনানিতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণকে। যেখানে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, জুনিয়র ডাক্তারদের আস্থা রাজ্যকে অর্জন করতে হবে।
এর আগে হাসপাতালের নিরাপত্তা নিয়ে মুখ্যমন্ত্রী এবং মুখ্যসচিবের আশ্বাসের পরেই কর্মবিরতি থেকে আংশিক ভাবে সরে এসেছিলেন জুনিয়র ডাক্তাররা। কিন্তু শুক্রবার রাতে সাগর দত্ত হাসপাতালের মধ্যে ঢুকে রোগীর আত্মীয়দের বিরুদ্ধে অভিযোগ জুনিয়র ডাক্তার-সহ নার্সদের গায়ে হাত তোলার। এই অবস্থায় সোমবারের সুপ্রিম কোর্টের শুনানির কথা মাথায় রেখে রাজ্য সরকারকে শেষ সুযোগ দিতে চান জুনিয়র ডাক্তাররা।
তাঁদের নিরাপত্তা নিয়ে আদালত এবং রাজ্যের সিদ্ধান্ত পছন্দ না হলে সোমবার বিকেল পাঁচটা থেকে ফের কর্মবিরতির পথে হাঁটার আগাম হুঁশিয়ারি দিয়ে রাখল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট।