মঙ্গলে ফের আরজি কর শুনানি। তার আগে সিবিআইয়ে অনাস্থা। প্রতিবাদে বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে স্মারকলিপি জমা। চুম্বকে এটাই সোমবার কলকাতায় জুনিয়র ডাক্তারদের রাজভবন অভিযান। ধর্মতলা থেকে শুরু হয়ে যা শেষ হল রাজভবনের উত্তর গেটে। শুরুতে রুট নিয়ে কিছুক্ষণের জন্য অচলাবস্থা দেখা দিলেও, পরে জুনিয়র ডাক্তারদের ডাকা রাজভবন অভিযান এগিয়ে যায় নির্দিষ্ট গন্তব্যের দিকে।
যদিও এই মিছিল শুরুর আগে ফের রাজ্যের শাসক দলের তরফে এই রাজভবন অভিযানের ডাক নিয়ে প্রশ্ন তোলা হয়। এই ঘটনার তদন্তে কেন জুনিয়র ডাক্তারদের অনাস্থা, তা নিয়েও প্রশ্ন ওঠে। এই ঘটনাকে জুনিয়র ডাক্তারদের একাংশের নাটক বলে এক্স হ্যান্ডেলে কটাক্ষ করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কুণালের অভিযোগ, নির্দিষ্ট রাজনৈতিক অঙ্কে অরাজকতা চাইছেন জুনিয়র ডাক্তারদের একাংশ।
জুনিয়র ডাক্তারদের নেতা দেবাশিস হালদারের পাল্টা দাবি, কেন আরজি কর মামলার প্রথম চার্জশিটে নেই সন্দীপ ঘোষের নাম ? তথ্য-প্রমাণ লোপাট এবং হাসপাতালে বিস্তর দুর্নীতির অভিযোগ সম্প্রতি গ্রেফতার করা হয়েছিল সন্দীপ ঘোষকে। দেবাশিসের অভিযোগ, যে দ্রুততার সঙ্গে এই তদন্ত হওয়া উচিত ছিল, তা হয়নি। যদিও আদালতে চার্জশিট পেশের পর সিবিআইয়ের দাবি ছিল, সন্দীপ এবং অভিজিৎ মণ্ডলের নাম থাকতে পারে তাদের দ্বিতীয় চার্জশিটে।
এদিন জুনিয়র ডাক্তারদের রাজভবন অভিযানে যোগ দিয়েছিল নাগরিক সমাজ। মিছিলে পা মিলিয়েছেন অভিনত্রী চৈতি ঘোষাল, দেবলীনা দত্তরা। রবিবারই আরজি কর জট কাটাতে সেতুবন্ধনের কথা জানিয়েছিলেন অর্পনা সেন। তিনি দাবি করেছিলেন, সরকার এবং জুনিয়র ডাক্তাররা চাইলে এই সমস্যার সমাধানে তিনি সেতুবন্ধনের কাজ করতে পারেন।
যদিও তাঁর এই দাবিতে এখনও পর্যন্ত কোনও পক্ষই সাড়া দেয়নি। এরমধ্যে সোমবার স্বাস্থ্যভবনে সরকারের সঙ্গে বৈঠকে বসে কোনও সমস্যার সমাধান করতে পারেনি ডাক্তারদের সংগঠনও। আইএমএ-এর রাজ্য শাখার নেতা রঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন, যে ১০ দফা দাবিতে জুনিয়র ডাক্তাররা অনশন করছেন, তা নায্য।