মঙ্গলবার বিকেল ৫টা। কর্মবিরতি তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু সুপ্রিম নির্দেশের পরেও ফের আন্দোলন কর্মসূচির ঘোষণা আন্দোলনরত জুনিয়র চিকিৎসক সংগঠনের। মঙ্গলবার জুনিয়র চিকিৎসকরা স্বাস্থ্যভবন অভিযান করবেন। পাঁচ দফা দাবির পাশাপাশি এবার রাজ্যের স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তার ইস্তফা চাইলেন জুনিয়র চিকিৎসকরা।
মঙ্গলবার জুনিয়র চিকিৎসকরা ফের একবার স্বাস্থ্যভবন অভিযান করবেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের প্রতিনিধিরা সাংবাদিক বৈঠক করে জানান, এত কিছু পরেও আরজি করের ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাঁদের অভিযোগ, জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির ফলে স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়ছে বলে অভিযোগ করা হচ্ছে। তা ঠিক নয়, বলে অভিযোগ তাঁদের। এই ঘটনার আগে স্বাস্থ্য পরিষেবায় যে গাফিলতি হয়েছে ও পরে সরকারি হাসপাতালে যদি অব্যবস্থা হয়, তার দায় স্বাস্থ্য মন্ত্রী ও স্বাস্থ্যভবনকে নিতে হবে বলে জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা।
গত ৯ অগাস্ট, আরজি করে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের পর থেকেই আন্দোলন শুরু করেন জুনিয়র চিকিৎসকরা। রাজ্য সরকার বারবার তাঁদের কাজে যোগ দেওয়ার অনুরোধ করেছে। সুপ্রিম কোর্টও আগে তাঁদের কাজে ফেরার নির্দেশ দিয়েছিল। এবার ডেডলাইন বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট।