ছেলে দোষ করলে, শাস্তি পাওয়া উচিৎ । এমনটাই বলছেন যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় (JU student Death ) ধৃত দীপশেখর দত্তের বাবা-মা । রবিবার সকালেই মনোতোষের সঙ্গে গ্রেফতার করা হয়েছে দীপশেখরকে ।
ছেলের গ্রেফতারির খবর পৌঁছতেই মুষড়়ে পড়েছেন তাঁর বাবা-মা । কিন্তু, তাঁদের একটাই কথা, প্রকৃত দোষীরা যেন শাস্তি পায় । তাঁদের ছেলে হলেও শাস্তি পাক । এমনকী, তাঁদের দাবি, স্বপ্নদীপকে যে ব়্যাগিং করা হয়েছিল, সেই খবর মা-কে জানিয়েছিলেন দীপশেখর ।
জানা গিয়েছে, দীপশেখর দত্তর বাড়ি বাঁকুড়ায় । তাঁর বাবা মধুসূদন দত্ত । জমি-জায়গার ব্যবসা রয়েছে । মা গৃহবধূ । বাঁকুড়ার বেসরকারি স্কুলে পড়াশোনা দীপশেখরের । উচ্চমাধ্যমিকের পর যাদবপুরে ভর্তি হন তিনি । সেখানে অর্থনীতি নিয়ে দ্বিতীয়বর্ষে পড়াশোনা করছেন । শনিবার তাঁকে রাতভর জেরা করে পুলিশ । তারপর রবিবার সকালে গ্রেফতার করা হয় ।
দীপশেখরের বাবা মধুসূদন দত্ত জানাচ্ছেন, ব়্যাগিং যে হত,তা ছেলের চেহারা দেখে বোঝা যেত । তবে এই সবের জন্য সম্পূর্ণ দায়ি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জেনে শুনেও কোনও পদক্ষেপ করেনি। তাঁর কথায়, "প্রকৃত দোষী শাস্তি পাক। আমার ছেলে হলেও সে শাস্তি পাক। আজ যদি আমার ছেলের সঙ্গেও এই একই কাজ হত, তাহলে আমিও চাইতাম দোষীদের যেন শাস্তি হয়।"
অন্যদিকে, মা সঙ্গীতা দত্ত জানাচ্ছেন, র্যাগিং তো যাদবপুরে বংশ পরম্পরায় চলে আসছে । ঘটনার দিন দীপশেখর তাঁকে ফোনে জানিয়েছিলেন যে স্বপ্নদীপকে র্যাগিং করা হয়েছে। পুলিশের কাছে অভিযোগও জানাবেন বলে ঠিক করেছিলেন দীপশেখর । কিন্তু, তিনি-ই নিষেধ করেন । কিন্তু, এখন দীপশেখরই ফেঁসে গেল ।