জোকা-তারাতলা মেট্রোর (Joka-Taratala Metro) উদ্বোধন হতে পারে শনিবারই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওইদিন শহরে থাকবেন। তাঁর উপস্থিতিতেই উদ্বোধনের চেষ্টা করছে মেট্রো রেল কর্তৃপক্ষ। শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। ইতমদ্যেই চিঠি পাঠানো হয়েছে রেল মন্ত্রকে। যদিও তাদে তরফে এখনও কিছু জানা যায়নি।
জোকা-তারাতলা রুটে মোট ছয় স্টেশনের সার্ভিস শুরু করার চেষ্টা করছে মেট্রো কর্তৃপক্ষ। এই ছয় স্টেশনের সার্ভিস শুরু জন্যই চিঠি পাঠানো হয়েছে।
Trishanjit Chatterjee: শাহরুখের সঙ্গে মিশুকের 'ফ্যানবয় মোমেন্ট', মজলেন কিং খানের সিগনেচার পোজেও
ডিসেম্বরের শেষ সপ্তাহেই যাত্রী নিয়ে জোকা থেকে তারাতলা পর্যন্ত ছুটতে পারে মেট্রো। তিন সপ্তাহ আগেই কমিশনার অফ রেলওয়ে সেফটি জোকা থেকে তারাতলা মেট্রো পথ চালুর অনুমোদন দেন। কিন্তু তারপরেও রয়েছে অনিশ্চয়তা, কারণ ছ'টি স্টেশনে মেট্রো চালাতে গেলে যে পরিমাণ কর্মী দরকার, সেই সংখ্যক কর্মী অপ্রতুল বলেই জানা যাচ্ছে।