টাকা কার ? রোজের মতো ফের এই প্রশ্ন জোকার হাসপাতালে। প্রশ্নের লক্ষ একজনকে ঘিরেই। তিনি রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়। কিন্তু রবিবারের পর থেকে মুখে কুলুপ তাঁর। ফলে বুধবারও এই প্রশ্ন এড়ালেন তিনি। এদিন তাঁকে হাসপাতাল থেকে বার করার সময় দেখা গেল মাস্কের উপর দুটি আঙুল দিয়ে মুখ ঢাকার চেষ্টা করলেন তিনি। এই পরিস্থিতিতেই স্কুল সার্ভিসে নিয়োগ দুর্নীতির মামলায় আদালতে পেশ করা হল গ্রেফতার পার্থ চট্টোপাধ্য়ায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে। ফের তাঁদের হেফাজতে নিতে চায় ইডি। এরআগে, মঙ্গলবারের জুতো-কাণ্ড থেকে শিক্ষা নিয়ে বুধবার জোকার ইএসআই হাসপাতালে কার্যত দূর্গ তৈরি করে ফেলে কেন্দ্রীয় বাহিনী। শুরু থেকে শেষ পার্থ-অর্পিতার কাছে ঘেঁষতেই দেওয়া হল না।
এদিন সকালে সিজিও থেকে পার্থ-অর্পিতাকে বার করে নিয়ে যাওয়া হয় জোকার হাসপাতালে। তাঁদের এদিনও স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। তবে এদিনের স্বাস্থ্য পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্ন উঠছে। কোন যুক্তিতে ২৪ ঘণ্টার মধ্যে দুবার স্বাস্থ্য পরীক্ষা করানো হল, তা নিয়ে ইডির সামনে প্রশ্ন রাখা হয়। যদিও তার কোনও উত্তর ইডির তরফে দেওয়া হয়নি।
হাসপাতাল থেকে বেরনোর সময় সংবাদমাধ্যমকে কিছু হয়তো বলতে চেয়েছিলেন অর্পিতা। কিন্তু দ্রুততার সঙ্গে তাঁকে গাড়িতে উঠিয়ে দেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। মঙ্গলবারই এই হাসপাতালে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়কে লক্ষ করে চটি ছুড়েছিলেন দক্ষিণ ২৪ পরগনার আমতলার বাসিন্দা শুভ্রা ঘডু়ই। এদিন তিনি জানিয়েছেন, রাগের বশেই তিনি এই কাজ করেছিলেন।