ফের অগ্নিকান্ড কলকাতায়। সোমবার জোকা ESI হাসপাতালে শিশুদের ওয়ার্ডে আগুন লাগে। দমকলকে তড়িঘড়ি খবর দেওয়া হয়। ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে। বেশ কিছুক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আসে। কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।
আগুন লাগার ফলে রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়ারও ব্যবস্থা করা হয়। শেষমেশ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে । হতাহতের কোনও খবর নেই বলেই হাসপাতাল সূত্রে খবর।