গান্ধী মূর্তির পাদদেশে ১১০০ দিন কেটে গিয়েছে। এবার সাত দিনের মধ্যে নিয়োগ শুরু না করলে আত্মহত্যার পথে যেতে পারেন। এমনই হুঁশিয়ারি দিলেন নবম-দ্বাদশের চাকরিপ্রার্থীদের এসএসসি যুব ছাত্র অধিকার মঞ্চের এক সদস্য।
সোমবার সাংবাদিক বৈঠক করেন এই মঞ্চের রাজ্য কো-অর্ডিনেটর সুদীপ মণ্ডল। তিনি জানান, সরকারের সঙ্গে বৈঠকের পর বৈঠক হচ্ছে। কিন্তু সমাধান বেরোচ্ছে না। তাই দ্রুত কাউন্সেলিং প্রয়োজন। কিছুদিন পরই লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাবে। আদর্শ আচরণবিধির অজুহাত তাঁরা শুনবেন না। মঞ্চের সভাপতি মইদুল ইসলাম জানিয়ে দেন, সাতদিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু না করলে তাঁরা এবার আত্মহননের পথ বেছে নিতে পারেন।
আরও পড়ুন: সন্দেশখালি যাওয়ার আগে বাধা, সায়েন্স সিটির সামনে গ্রেফতার নওশাদ সিদ্দিকি
সোমবার শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরাও। শিয়ালদহ থেকে এসএন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত আসে ওই মিছিল।