চিন্তা বাড়াচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ডেঙ্গি পরিস্থিতি (Dengue) । প্রায় প্রতিদিনই ছাত্র হোক অধ্যাপক বা আবাসিক ডেঙ্গির কবলে পড়ছেন । এবার এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ফিভার ক্লিনিক । ৩০ সেপ্টেম্বর থেকে খুলবে এই ক্লিনিক । বিনামূল্যে রক্তপরীক্ষার সুযোগ মিলবে ।
যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যাম্পাসেই হবে ফিভার ক্লিনিক, রক্ত পরীক্ষা । যাঁদের জ্বর আসছে, বা ডেঙ্গির কোনও উপসর্গ আছে , তাঁদের প্রত্যেককে রক্তপরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে । একইসঙ্গে ডেঙ্গি মোকাবিলায় নিয়ে আগামীদিন আর কী কী করা যেতে পারে, সেই বিষয়ে বিভাগীয় প্রধানদের কাছে মতামত চেয়েছেন উপাচার্য । এদিন সকালের মধ্যেই মতামত জানাতে হবে তাঁকে ।
আরও পড়ুন, West Bengal Weather Update : বৃষ্টি কই ! ফিরবে, আশ্বাস হাওয়া অফিসের
এদিকে, ডেঙ্গি প্রকোপ যেহেতু বাড়ছে, সেখানে অবিলম্বে ক্লাস সাসপেন্ড করার দাবি রাখছেন অধ্যাপক, পড়ুয়ারা । সেক্ষেত্রে ফের অনলাইনে পঠন-পাঠন প্রক্রিয়া চালু হতে পারে । সেরকমই ইঙ্গিত দিয়েছেন উপাচার্য বুদ্ধদেব সাউ । তবে, এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি ।