যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) স্বাস্থ্যকেন্দ্রের জন্য চিকিৎসক লাগবে, সম্প্রতি এমনই নিয়োগ বিবৃতি প্রকাশ করা হয়েছিল বিশ্ববিদ্যালয়ের তরফে। কিন্তু একজন চিকিৎসকের জন্য যে বেতনের উল্লেখ করা হয়েছে, তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, পার্টটাইম একজন চোখ, একজন নাক-কান-গলা ও একজন চর্ম বিশেষজ্ঞ নেওয়া হবে। হাসপাতালে ন্যূনতম ৩ বছর কাজের অভিজ্ঞতাও থাকতে হবে। প্রতিনিয়ত ২ ঘণ্টা করে সময় ও তাঁকে দিতে হবে কিন্তু বেতন দেওয়া হবে দৈনিক ৭০০ টাকা। একজন অভিজ্ঞ চিকিৎসক এই বেতনে কীভাবে পাওয়া সম্ভব তা নিয়েই উঠছে প্রশ্ন।
Ileana D’Cruz: মা হলেন ইলিয়ানা, জন্মের ৬ দিন পর ফুটফুটে সদ্যজাতর ছবি প্রকাশ্যে আনলেন অভিনেত্রী
বিভিন্ন চিকিৎসকও সেই বিজ্ঞপ্তির ছবি শেয়ার করেছেন নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। কেউ কেউ লিখছেন এটি অত্যন্ত অসম্মানজনক। এ বিষয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমন্জু বসু বলেছেন, “আমরা নতুন করে সাম্মানিক বাড়ানোর অবস্থায় নেই। আমরা অ্যাপ্রুভাল পাচ্ছি না। তাই পুরনো হারেই বেতনের উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।”