২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন উপলক্ষে ঠাসা কর্মসূচী ছিল রাজ্য বিজেপির। একাধিক কলেজ, বিশ্ববিদ্যালয়েও মন্দির উদ্বোধনের স্ক্রিনিং দেখানো হয়েছিল। সেই মতো যাদবপুর বিশ্ববিদ্যালয়েও কর্মসূচি নিয়েছিল Abvp এর ছাত্রছাত্রীরা, তাতেই নেমে এল প্রতিরোধ।
যাদবপুরের সাধারণ ছাত্রছাত্রীরা এক জোট হয়ে 'বিভাজনের বিরুদ্ধে, সম্প্রীতির পক্ষে' একটি মিছিলের ডাক দেয়, মিছিল যাওয়ার কথা ছিল চার নম্বর গেট থেকে ঢাকুরিয়া দক্ষিণাপন অবধি। কিন্তু, ক্যাম্পাসের বাইরে মিছিল করার অনুমতি দেয়নি পুলিশ। এরপরই পুলিশের ব্যারিকেড ভেঙে প্রায় ৪০০ ছাত্রছাত্রীর মিছিল এগোয়। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে একাধিক ছাত্র সংগঠের ছাত্রছাত্রীরা এই মিছিলে পা মেলান।
এ বাদেও , ফ্যাসিবাদ বিরোধী মহাসম্মেলন নামে একটি মঞ্চের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল আয়োজন করা হয়েছিল। মোট ১৭২টি সংগঠন ওই মঞ্চে যোগ দেয়। সভায় যোগ দিয়েছিলেন সিপিআই (এম-এল) লিবারেশন, এসইউসি, আরএসপি-র মতো বামপন্থী দলের নেতারা।
উল্লেখ্য, এদিন সকালে একেবারে অন্য চিত্র দেখা গিয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের তরফে আগেই নোটিস দিয়ে জানানো হয়েছিল, এদিন একাধিক বিভাগে পরীক্ষা রয়েছে। তাই রাজনৈতিক কোনও সংগঠনের কর্মসূচিই এদিন ক্যাম্পাসের ভিতর বরদাস্ত করা হবে না। তবুও একদল, ABVP এর ছাত্র গ্রীণজোনে 'জয় শ্রী রাম স্লোগান' তোলে। পাল্টা বাম ছাত্র সংগঠনের ছাত্রছাত্রীরা 'ইনকিলাব স্লোগান' তুলে ক্যাম্পাসে ধর্মীয় কোনও কর্মসূচি নেওয়া যাবে না বলে প্রতিরোধ করে। ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন সহ উপাচার্য।