যাদবপুরের প্রথম বর্ষের ছাত্র মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারমধ্যে একজনের জামিন হয়েছে। এই ঘটনায় সবার আগে গ্রেফতার করা হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সৌরভ চৌধুরীকে। এবার তাঁকে ফাঁসানো হচ্ছে এই দাবিতে, জোড়া উড়ো চিঠি পৌঁছলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট রেজিস্টার ও রেজিস্টারের কাছে। সৌরভের গায়ে আঁচড় লাগলে গুলি করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয় চিঠিতে। চিঠির ভাষাও ছিল অত্যন্ত অশ্লীল। ঘটনার পর নিরাপত্তা চেয়ে যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন দুটো চিঠিই যাদবপুর থানায় জমা দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে।
Gold Shop : ভরদুপুরে ডাকাতি! ঘটনা থেকে শিক্ষা নিয়ে সোনা ব্যবসায়ীদের একগুচ্ছ পরামর্শ কলকাতা পুলিশের
চিঠিতে গালিগালাজ দিয়ে লেখা হয়েছে , ‘সৌরভ আমাদের বিশ্ববিদ্যালয়ের গর্ব। সৌরভ চৌধুরীর গায়ে যদি একটা আঁচড় পড়ে তার দায় তোমাকে নিতে হবে। তদন্তের নামে সৌরভের যেন কোনও ক্ষতি না হয়।’ জয়েন্ট রেজিস্ট্রারকে হুমকি, ‘সৌরভের নামে মিথ্যা ৩০২ ধারা প্রয়োগ করেছে। সৌরভের গায়ে আঁচড় পড়লে তোর লাইফ খতম করব’ চিঠির নিচে লেখা ইতি প্রফেসর রানা। লেখা রয়েছে একটি ঠিকানাও। চিঠির সূত্র ধরে তদন্ত শুরু করেছে পুলিশ।