চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান ৩-এর সফল অবতরণের রেশ সারা দেশজুড়ে। অন্যদিকে বাংলা উত্তাল যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায়। শোনা যাচ্ছে র্যাগিং আটকাতে অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগাতে চাইছে রাজ্য, ইসরোর চেয়ারম্যান এস সোমনাথের সঙ্গে নাকি রাজ্যপালের কথা হয়েছে একপ্রস্থ।
ইসরোর প্রযুক্তি নিয়ে এখনও বিশদে কিছু জানা না গেলেও সূত্রের খবর, ফোনে একটি অ্যাপ ইনস্টল করতে হবে পড়ুয়াদের। অ্যাপের সঙ্গে যোগ থাকবে ইসরোর স্যাটেলাইটের। অ্যাপটিতে থাকবে প্যানিক বাটন। র্যাগিংয়ের শিকার হলে বা সেরকম আশঙ্কা তৈরি হলে অ্যাপ খুলে বাটনে চাপ দিলেই বার্তা পৌঁছে যাবে কন্ট্রোল রুমে। সেখান থেকেই এরপর দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
ইসরো ছাড়াও আরও নানা সংস্থার সাহায্যে তৈরি হতে চলেছে সেই অ্যাপ। রাজ্যপালের অনুরোধে র্যাগিং ইস্যুতেও এবার অ্যাপটিকে কাজে লাগানোর কথা ভাবা হচ্ছে।