রাজ্যে (West Bengal) আইপিএল (IPL) বেটিং (Betting) চক্রের পর্দাফাঁস। এই চক্রের মাস্টারমাইণ্ড সহ গ্রেফতার ২১ জন বুকি। গ্রেফতার করেছে সিআইডি।
জানা গিয়েছে, রবিবার আইপিএলের ফাইনাল চলাকালীন বেটিং চক্র চালানোর খবর মেলে। তারপরেই অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেফতার করে সিআইডি। ওই ধৃতদের জেরা করে কলকাতার মানিকতলা ও বারাসত থেকে দীপক হাজরা ও দিলীপ সাউ নামে দুই মাস্টারমাইন্ডকে গ্রেফতার করা হয়। বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর কম্পিউটার ও মোবাইল ফোন।
আরও পড়ুন- TMC group clash in Malda: তৃণমূল নেতাদের দিকে রিভলভার উঁচিয়ে তাড়া, 'ক্লোজ' মানিকচক থানার এসআই
উল্লেখ্য, এর আগেও আইপিএলের প্লে অফের দ্বিতীয় ম্যাচ চলাকালীন ইডেনের ভিতরেই চলছিল বেটিং চক্র। লক্ষ-লক্ষ টাকার অবৈধ লেনদেন হচ্ছিল। সেদিনই গ্যালারি থেকে পুলিশ গ্রেফতার করে ভিনরাজ্যের ৩ যুবককে। তাদের জেরা করে আরও দুজনকে নিউ মার্কেট এলাকার একটি গেস্ট হাউজ থেকে গ্রেফতার করে পুলিশ।