দিল্লি, গুয়াহাটির পর এবার কলকাতা। লিভ-ইন সঙ্গীকে কুপিয়ে তাঁর শিরা কেটে দেওয়ার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। শুক্রবার রাতে গড়িয়ার নতুন পাড়া এলাকার এই ঘটনায় গুরুতর অবস্থায় ওই যুবতীকে এমআর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পলাতক অভিযুক্ত যুবক।
পুলিশ জানিয়েছে, এই ঘটনার আগে, ওই যুগলের মধ্যে ব্যাপক মারপিট হয়। রক্তাক্ত অবস্থাতেই প্রতিবেশিদের থেকে সাহায্য চান। প্রথমে সোনারপুর হাসপাতাল থেকে সেখান থেকে বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয়দের দাবি, গড়িয়া স্টেশনের নতুন পাড়া এলাকায় ভাড়া এসেছিলেন ওই যুবক ও যুবতী।
প্রথমে তাঁরা নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে থাকা শুরু করেছিলেন। পরে জানা যায়, তাঁরা লিভ-ইন করছেন। স্থানীয়দের অভিযোগ, রোজই তাঁদের মধ্যে বচসা লেগে থাকত। শুক্রবার রাতে তা চরম আকার নেয়।