এবার ইনফোসিসের কলকাতা অফিসে একাধিক চাকরির সুযোগ। নিউটাউনের নতুন ক্যাম্পাস চালু হলে প্রায় ৩১০০ কর্মসংস্থানের সম্ভাবনা আছে। ২০০৮ সালে এই প্রকল্পের কাজ শুরু হয় নিউটাউনে। এবছরই প্রকল্প শেষ হয়ে যেতে পারে। কলকাতার আইটি সেক্টরও চাঙ্গা হবে বলে মনে করা হচ্ছে।
জানা গিয়েছে, এই প্রকল্পে অন্তত ৬০০ কোটি টাকা বিনিয়োগ হতে পারে। নিউ টাউনে ৫০ একর ক্যাম্পাসে ইনফোসিসের অফিস তৈরি হয়েছে। জানা গিয়েছে, মার্চেই ওই ক্যাম্পাসে নিয়ে যাওয়া হবে বর্তমান কর্মচারীদের। শুরু হয়ে যাবে নিয়োগ প্রক্রিয়াও।
আরও পড়ুন: 'প্লিজ রাজনীতি করবেন না', CAA নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ অমিত শাহের
২০০৮ সালে এই প্রকল্প শুরু হলেও একাধিকবার আটকে যায়। ২০১৭ সালে ইনফোসিসের সঙ্গে কথা হয় ইনফোসিসের। সরকার ও সংস্থার সহমত হওয়ার পরই কাজ শুরু হয়ে যায়। কিন্তু ২০২০ সালে কোভিড আসার পর ফের বাধা পায় এই প্রকল্প। সব কিছু ঠিক থাকলে এই বছরই চালু হয়ে যাবে ইনফোসিসের নতুন ক্যাম্পাস।