রাজ্যকে কেন্দ্রের বঞ্চনা। এরই প্রতিবাদে দিল্লি অভিযানের ডাক দিয়েছিল তৃণমূল কংগ্রেস। ২ অক্টোবর সেই কর্মসূচি শুরু। বাংলা থেকে কর্মী-সমর্থক, নেতা-বিধায়কদের নিয়ে স্পেশ্যাল ট্রেনের ব্যবস্থা চেয়ে রেলের কাছে আবেদন করেছিল তৃণমূল। সেই আবেদন বাতিল করেছে রেল। তারপরই ক্ষোভে ফুঁসছে ঘাসফুল শিবির। দলের পক্ষ থেকে পোস্টও করা হয়েছে। এই নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল বিধায়ক তাপস রায়।
২০টি স্লিপার কোচ যুক্ত বিশেষ ট্রেন চাওয়া হয়েছিল কেন্দ্রের কাছে। এই আবেদন নাকচ হতেই সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে টুইট করা হয়, "আমাদের দমাতে আরও একটি চেষ্টা। পূর্ব রেল স্পেশ্যাল ট্রেনের আবেদন নাকচ করেছে। যে করেই হোক, আমরা আমাদের দাবি দাওয়া নিয়ে দিল্লি যাব।"রেলের চিঠিও ওই পোস্টে জুড়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: আর 'হাইব্রিড মডেল' নয়, ১ অক্টোবর থেকে সপ্তাহে ৫ দিন অফিসে আসতে হবে, জানাল টিসিএস